পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আলু ব্যবসায় ক্ষতিগ্রস্থ হওয়ায় বিষ পান করে আত্মঘাতী এক আলু ব্যবসায়ী,ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কদমডিহা এলাকায়। মৃত আলু ব্যবসায়ীর নাম চিত্ত মন্ডল,বয়স আনুমানিক ৫৫ বছর। পারিবারিক সুত্রে জানা যায়,আলু চাষে ক্ষতি হওয়ায় বেশকিছু আলুচাষী বকেয়া টাকা দেয়নি। ফলত মার্কেটে বেশকিছু টাকা দেনা হয়ে পড়েছিল চিত্ত মন্ডলের। সময় মতো সেই টাকা মেটাতে না পারায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে চিত্ত মন্ডল। এরপরই গতকাল রাতে বিষ পান করে সে। রাতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দ্বারিগেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়, পরে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তর করলে শনিবার ভোরে মৃত্যু হয় তার। শনিবারই মেদিনীপুরে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে।ঘটনায় শোকের ছায়া পরিবারে।
Leave a Reply