একটি মার্শাল আর্ট একাডেমির উদ্যোগে একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো।

0
71

মালদা, নিজস্ব সংবাদদাতা:- একটি মার্শাল আর্ট একাডেমির উদ্যোগে একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো রবিবার সকালে মালদা রামকিঙ্কর বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন, একাডেমীর স্টেট চিফ অভিজিৎ ঘোষ হাজরা, মালদা চিফ জয়ন্ত সরকার, মুর্শিদাবাদের তনভির হায়দার ও সোমনাথ দাস সহ অন্যান্য জেলা ও ভিন জেলার প্রশিক্ষকরা। রবিবার সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় মার্শাল আর্টের প্রশিক্ষণ শিবির। শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি ছেলে মেয়েরা কিভাবে নিজেদের আত্মরক্ষা করবে তা নিয়েও হয় প্রশিক্ষণ প্রশিক্ষণ দেওয়া হয় স্কুল পড়ুয়াদের।