একটি প্রাইভেট গাড়িকে সজোরে ধাক্কা ১০ চাকার লরির, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় প্রাইভেট গাড়িটি, অল্পের জন্য প্রাণে বাজলো গাড়িতে থাকা চারজন।

0
67

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  আবারো ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি প্রাইভেট গাড়িকে ১০ চাকা লরির সজরে ধাক্কা। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় প্রাইভেট গাড়িটি। অল্পের জন্য প্রাণ রক্ষা গাড়িতে থাকা চারজনের। ঘটনাটি এদিন নদীয়ার কৃষ্ণনগর সংলগ্ন শান্তিপুর থানা এলাকার বেলেডাঙ্গা মোড়ের। গাড়ি চালকের দাবি, তারা রবিবার সকাল ১০টা নাগাদ কৃষ্ণনগর থেকে হালিশহর যাওয়ার জন্য বেরিয়েছিলেন নিমন্তন্ন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তখনই বেলেডাঙ্গা মোড়ে ঘটে এই দূরঘটনা। অভিযোগ একটি লড়ি পাশ কাটিয়ে বেরিয়ে যাই, কিন্তু পেছন দিক দিয়ে একটি ১০ চাকার লড়ি তাদের গাড়িতে সজোরে ধাক্কা মারে, তারপর বেশ খানিকটা ছেঁচড়ে নিয়ে চলে যায়। গাড়িতে বসে থাকা তিনজনের গুরুতর চোট লাগে, তাদেরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানেই চিকিৎসা চলছে তাদের। চালকের মাথায় ও হাতে গুড়তর আঘাত লাগে, তবে অল্পের জন্য প্রাণে বাঁচলো প্রত্যেকেই। যদিও ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক লরিটিকে আটক করে। এছাড়াও ক্ষতিগ্রস্ত প্রাইভেট গাড়িটিকে উদ্ধার করে পুলিশ।