কল্যাণী এইমসে আজ থেকেই শুরু হয়েছে অন্তর বিভাগীয় পরিষেবা।

0
73

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আজ গুজরাটের রাজকোট থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার কল্যাণী সহ দেশের মোট পাঁচটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সেস’কে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। কল্যাণী এইমসে আজ থেকেই শুরু হয়েছে অন্তর বিভাগীয় পরিষেবা। প্রধানমন্ত্রী এদিন কল্যাণী ছাড়াও রাজকোট, মঙ্গলাগিরি, ভাতিন্ডা এবং রাইবেরেলি এইমসেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কল্যাণী এইমসে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ ও জলপথ পরিবহন এবং আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার, জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক, সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জন বার্লা, প্রমুখ।
কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তার ভাষণে স্বাস্থ্য এবং আয়ুষ মন্ত্রকের সাফল্যের কথা তুলে ধরে বলেন, এ পর্যন্ত সারা দেশ জুড়ে ২৩টি এইমস হাসপাতাল গড়ে তোলা হয়েছে।
রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারত, আয়ুস্মান ভারত, দীক্ষিত ভারতের মাধ্যমে দেশের উন্নয়নের কথা উল্লেখ করেন।
১৭৫৪ কোটি টাকা খরচ করে ১৭৯.৮২ একর জমির ওপর ৯৬০ শয্যার কল্যাণী এইমস হাসপাতাল গড়ে উঠেছে। ২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে এই হাসপাতালের বহির্বিভাগের পরিষেবা চালু হয়। বর্তমানে ৪৫০টি শয্যার পরিষেবা চালু হচ্ছে। চিকিৎসার পাশাপাশি এখানে মেডিকেল ও নার্সিং পড়ানোর ব্যবস্থা রয়েছে।