আলু চাষীদের মাথায় হাত, গাছে আলুর দানা বাঁধার আগেই আলুর ধোসা রোগে গাছ পোঁচে নষ্ট কয়েকশো বিঘা আলুর জমি।

0
62

আবদুল হাই, বাঁকুড়াঃ-  আলু চাষীদের মাথায় হাত, গাছে আলুর দানা বাঁধার আগেই আলুর ধোসা রোগে গাছ পোঁচে নষ্ট কয়েকশো বিঘা আলুর জমি। আলুর গাছের পাতা পঁচা দুর্গন্ধে জমির পাশ দিয়ে প্রেরণা দায় ।
এমনই ছবি বাঁকুড়ার জয়পুর ব্লকের ঘাসশহর মাঠের। শুধু ঘাস শহর মাঠে আলুর ধোসা রোগ লেগেছে তা নয় আলুর ধোসা রোগে আক্রান্ত জয়পুর ব্লকের বিভিন্ন এলাকা।
অতিবৃষ্টির কারণে দুই বার ধরে আলু ভেঙ্গে আলুর জমিতে রোপণ করেছিল আলু ।অনেক কষ্ট করে গাছ তৈরি করলেও সেই গাছ পচে নষ্ট। লক্ষ লক্ষ টাকা খরচা করে ঋণ নিয়ে লাগিয়েছিলেন চাষিরা,অনেকে লোকের জমিতে ভাগে চাষ করেছেন। এতটাই ধসা রোগের কারণে জর্জরিত চাষিরা প্রতি দামে দেড়শ টাকা পর্যন্ত ওষুধের দাম সেই দামি ওষুধ প্রয়োগ করলেও ধোসা রোগের হাত থেকে বাঁচাতে পারছে না ফসল। কান্নাই বুক ভাসাচ্ছেন কৃষকেরা।
পাঁচ ছবার করে ওষুধ দিলেও কোন ওষুধে কাজ করছে না এমনটাই জানান জয়পুর ব্লকের একাধিক চাষী ।তবে অসময়ে আলু গাছ নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত আলু চাষিদের। কিভাবে চালাবে সংসার কিভাবে শোধ হবে দেনা। এই নিয়ে ঘুম ছুটেছে এলাকার কৃষকদের। জয়পুর ব্লকের একাধিক কৃষকের এই জমির উপরই নির্ভরশীল সারা বছর সংসার চলে এই চাষ করে। যেমন রাউত খন্ড কোলাবনি শ্যামনগর ব্রাহ্মণ গ্রাম কুচিয়াকোল ময়নাপুর গেলিয়া হেতিয়া সহ বিভিন্ন এলাকার কৃষিজিবি কৃষকের অবস্থা একেবারেই শোচনীয়।