চাঁচলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল ডেকোরেটের গোডাউন ঘর।

0
50

নিজস্ব সংবাদদাতা, মালদা—চাঁচলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল ডেকোরেটের গোডাউন ঘর। পুড়ে ছাই হল ডেকোরেটরের সমস্ত জিনিসপত্র। চাঁচলের সুঞ্জাগঞ্জে রবিবার রাতে ভয়াবহ আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়া।দাউ দাউ করে আগুন জ্বললে দেখে হৈচৈ শুরু হয়।প্রতিবেশীরা গিয়ে আগুন নেভানোর কাজে ঝাপিয়ে পড়েন।
পরে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পরে ঋণ নিয়ে ব্যবসা করা ওই ডেকোরেটর মনোয়ারুলের মাথায় হাত পড়েছে।কিভাবে ব্যবসা শুরু করবেন ও কিভাবে ঋণ পরিশোধ করবেন। তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।তিনি দাবি করে বলেন গোডাউনে থাকা প্লাস্টিকের চেয়ার টেবিল ফ্যান,ড্রাম,মাইক সেট সব কিছু নষ্ট হয়েছে।প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।তিনি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।যদিও সোমবার ক্ষতিগ্রস্থ পরিবারকে ত্রাণ দিয়ে এসেছে চাঁচল ১ ব্লক প্রশাসন।