জমিতে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করে দেওয়া অভিযোগ উঠল পার্শ্ববর্তী জমির মালিকদের বিরুদ্ধে।

0
54

নিজস্ব সংবাদদাতা, মালদা:-  জমিতে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করে দেওয়া অভিযোগ উঠল পার্শ্ববর্তী জমির মালিকদের বিরুদ্ধে। ঘটনা বিপুল টাকা ক্ষতির মুখে ওই চাষী। ঘটনায় ক্ষতিগ্রস্ত ও চাষী পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগকার করেছেন। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের ভুতনি থানার আলাদিয়া ভীমটোলা এলাকায়। ক্ষতিগ্রস্ত চাষী রঞ্জিত মন্ডল ও তার পরিবারের অভিযোগ, তাদের নিজস্ব দুই বিঘা জমিতে পিয়াজ ও রসুন চাষ করেছিলেন। অভিযোগ দিন কয়েক আগে তাদের সেই জমিতে কীটনাশক প্রয়োগ করে জমির ফসল নষ্ট করে দেয় অরুপ মন্ডল,নবমন্ডল জয়ন্ত মন্ডল ও তার দলবল। ঘটনাই জমিতে চাষ করা পেঁয়াজ রসুন নষ্ট হয়ে যাওয়ায় প্রায় দেড় লক্ষ টাকা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ওই চাষী বলে অভিযোগ।ঘটনায় অভিযুক্তরা পার্শবর্তী জমির মালিক।জমির আল নিয়ে পুরোনো শত্রুতার জেরেই এই ভাবে অভিযুক্তরা ফসল নষ্ট করেছে বলেই অভিযোগ।