মদনপুর এলাকায় আবারও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে।।

0
41

নিজস্ব সংবাদদাতা, মালদা—-মালদা জেলা জুড়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু যেন অব্যাহত কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদনপুর এলাকায় আবারও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে।।

পরিবার সূত্রে খবর গত তিন মাস আগে পেটের দায়ে মহারাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন ৩২ বছরের যুবক সিনটু মন্ডল।। গতকাল আনুমানিক সন্ধ্যে পাঁচটা নাগাদ ফোন মারফত পরিবারের লোকেরা জানতে পারেন কাজ করার সময় কংক্রিটের দেওয়াল নাকি সিন্টু মণ্ডলের উপর পড়ে তার মৃত্যু হয়েছে।।
ঘটনা জানাজানি হতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।।
মৃত্যু সিন্টু মন্ডলের পরিবারে রয়েছে এক বৃদ্ধা মা তার স্ত্রী এবং ছোট ছোট দুই ছেলে বড় ছেলের বয়স আনুমানিক ১০ থেকে ১১ বছর এবং ছোট ছেলের বয়স আনুমানিক ৭ থেকে ৮ বছর।

একদিকে অসহায় পরিবার অন্যদিকে যুবক ছেলের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের লোকজনেরা।

পরিবার সূত্রে জানা গেছে মৃত্যু সিন্টু মন্ডলের দেহ এখনো গ্রামের বাড়িতে ফেরেনি।। কফিন বন্দি দেহ কবে যে গ্রামের বাড়িতে ফিরবে? সেই শেষ আশায় বসে রয়েছেন পরিবারের লোকজন। ।।