হরিশ্চন্দ্রপুর,কুমেদপুর ও ভালুকা রোড রেলওয়ে স্টেশনের ভার্চুয়ালি শুভ শিলান্যাস করলেন সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

0
35

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—অমৃত ভারত স্টেশনের অন্তর্গত উত্তর পূর্ব কাটিহার ডিভিশনের হরিশ্চন্দ্রপুর
থানার হরিশ্চন্দ্রপুর,কুমেদপুর ও ভালুকা রোড রেলওয়ে স্টেশনের ভার্চুয়ালি শুভ শিলান্যাস করলেন সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এদিন হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনে শুভ শিলান্যাসে উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের এডিআরএম বিজয় কুমার চৌধুরী, স্টেশন ম্যানেজার রাজ দেব রাম ও উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও কুমেদপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম ও উত্তর মালদা বিজেপি জেলা সভাপতি উজ্জ্বল চৌধুরী সহ রেলওয়ে আধিকারিকরা।লোকসভা সাংসদ খগেন মুর্মু জানান, অমৃত ভারতের অন্তর্গত রেলওয়ে স্টেশনগুলিকে আধুনিক ভাবে সাজানো হবে।যাত্রীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে।বিশেষভাবে সক্ষমদের জন্য চলমান সিঁড়ি,জনসাধারণের জন্য ফ্রি ওয়াইফাই,পরিশ্রুত পানীয় জল,ঝা ঝকঝকে টয়লেট ও বাতানাকুল বিশ্রামালয় থেকে শুরু করে অতি উন্নতমানের পরিকাঠামো দিয়ে সাজানো হবে স্টেশনগুলি।