পুরাতন মালদার ভাবুকে নবম শ্রেণীর আদিবাসী ছাত্রীর খুনের ঘটনায় গ্রেপ্তার হলো এক যুবক।

0
43

নিজস্ব সংবাদদাতা, মালদা—-পুরাতন মালদার ভাবুকে নবম শ্রেণীর আদিবাসী ছাত্রীর খুনের ঘটনায় গ্রেপ্তার হলো এক যুবক। জানা গেছে ধৃত ওই যুবকের নাম জিতু মুর্মু,(২১) , জানা গেছে ধৃত যুবকের বাড়ি খুন হওয়া ছাত্রীর বাড়ির এলাকাতেই রয়েছে এবং খুন হওয়া ছাত্রীর দূর সম্পর্কের কাকা হয়। বিশেষ সূত্রে জানা গেছে বাদনা পরবের দিন অতিরিক্ত মদ্যপান করে এই কুকর্ম করে এবং প্রমান লপাটের জন্যই ছাত্রীকে খুন করা হয়। যুবককে ৩০২ এবং ২০১ ধারায় মামলা রুজু করে আজ মালদা জেলা আদালতে পাঠানো হয় পাশাপাশি সাত দিনের পুলিশি হেফাজতে চাওয়া হয়েছে। তবে পুলিশ সূত্রে খবর এই খুন কাণ্ডে তার সঙ্গে আরো কয়েকজন জড়িত রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহ আরো এক যুবককে আটক করলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে পর তাকে ছেড়ে দেওয়া হয়।