বৈকুণ্ঠপুর এক অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন।

0
56

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোকসভা নির্বাচন ঘোষণার আগেই করা হচ্ছে দেওয়াল লিখন। সেই মতো বর্ধমান দু’নম্বর ব্লকের বৈকুন্ঠপুর এক অঞ্চলের স্বস্তি পল্লী এলাকায় বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দেওয়াল লিখন করা হলো।আজ উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান ২ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান,বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমান, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অনুপ প্রামানিক, যুব তৃণমূল কংগ্রেসের নেতা প্রণয় রায় সহ যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।