একটি প্রাইভেট গাড়ি কে ধাওয়া করে রামপুরা টোলপ্লাজার কাছে জাতীয় সড়কে প্রায় ৫৮ কেজি গাঁজা সহ দুই যুবক গ্রেফতার করলো নারায়ণগড় থানার পুলিশ।

0
46

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  একটি প্রাইভেট গাড়ি কে ধাওয়া করে রামপুরা টোলপ্লাজার কাছে জাতীয় সড়কে প্রায় ৫৮ কেজি গাঁজা সহ দুই যুবক গ্রেফতার করলো নারায়ণগড় থানার পুলিশ। জানা যায়, বুধবার বিকেলে একটি প্রাইভেট গাড়ি ওড়িশার দিক থেকে ডেবরার দিকে যাওয়ার সময় গোপন সুত্রে খবর পেয়ে ধাওয়া করে রামপুরা টোলপ্লাজার কাছে গাড়ীটিকে দাঁড়করায় নারায়ণগড় থানার পুলিশ। গাড়ী থেকে প্রায় ৫৮ কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেফতার করা হয় দুই যুবক কে। নাম শুভজিৎ হালদার (২২) বাড়ি নদীয়া।শিবা দীগাল (বয়স ১৯) বাড়ি ওড়িশা রাজ্যে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়গপুর মহকুমা পুলিশ আধিকারিক ধীরাজ ঠাকুর ও নারায়ণগড়ের বিডিও কৌশিক প্রামাণিক।