দক্ষিণ দিনাজপুর কাদিহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিনামূল্যে হোমিওপ্যাথি মেডিকেল ক্যাম্প।

0
43

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের বিভিন্ন রোগের হাত থেকে বাঁচাতে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাদিহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে একটি হোমিওপ্যাথিক মেডিকেল ক্যাম্প হল। জানা গিয়েছে, প্রতিবছরের মত এবছরও স্কুলের শিশু ছাত্র ছাত্রী সহ তাদের অভিভাবকদের বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে সুস্থ রাখতে এই প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কলকাতা থেকে আগত হোমিওপ্যাথিক ডাক্তারদের দ্বারা বিনামূল্যে হোমিওপ্যাথিক মেডিকেল ক্যাম্পের পরিষেবা দেওয়া হল। স্কুল সূত্রে জানা গিয়েছে, মোট এই অবধি স্কুলের অভিভাবক ও শিশু মিলিয়ে প্রায় ২০০ জনের অধিক বিনামূল্যে হোমিওপ্যাথিক মেডিকেল ক্যাম্পের পরিষেবা পাচ্ছে বলে জানানো হয়েছে। এই বিষয়ে কাদিহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক প্রত্যুষ তালুকদার জানান, ” প্রতিবছরই আমরা স্কুলের উদ্যোগে বিভিন্নভাবে স্কুলের বাচ্চাদের ও তাদের মায়েদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের দ্বারা পরিষেবা দিয়ে থাকি। এবছরও দফায় দফায় আমাদের এই প্রাথমিক বিদ্যালয় হোমিওপ্যাথিক মেডিকেল ক্যাম্প পরিষেবা দেওয়া হচ্ছে একদম বিনামূল্যে। মূলত, বিদ্যালয়ের শিশুরা ও তাদের মা দুজনেই সুস্থ থাকলে স্বাস্থ্য ভালো থাকবে এবং শিশুদের পড়াশোনার মধ্য দিয়ে মানসিক বিকাশের প্রসার ঘটবে। তাই আমাদের বিদ্যালয়ের উদ্যোগে বিনামূল্যে এই হোমিওপ্যাথিক মেডিকেল ক্যাম্পের পরিষেবা দেওয়া হচ্ছে। আগামী দিনে আরো এরকম মেডিকেল ক্যাম্প করার আমাদের ইচ্ছে রয়েছে এবং আমি আরো অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বলবো তারাও যেন প্রতিবছর এইভাবে বিনামূল্যে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ তাদের অভিভাবকদের মেডিকেল ক্যাম্পের পরিষেবা দিক”। এই দিন গঙ্গারামপুর কাদিহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে হোমিওপ্যাথিক মেডিকেল ক্যাম্পে অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পাশাপাশি এই প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গঙ্গারামপুর শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা।