নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়া ঘর তৈরী হয়নি।জিনিস পত্র রেখে পাশের ঘরে লক করে রাখতো। বসবাস করার জন্য পাশের পুরানো ঘরে থাকতো। বাড়ির মালিক অজয় মজুমদার কেন্দ্রীয় সংস্থায় চাকরি করেন।গত সোমবার তিনি অফিসের কাজে চলে যান। বাড়ির গৃহকর্ত্রী স্কুলে যান সন্তান কে নিয়ে। নতুন ঘরে দরজার লক ভেঙে সর্বস্য নিয়ে গেলো দুষ্কৃতিরা। ঘটনা ঘরে চাকদহ থানার অন্তর্গত কারগিল পাড়ার এক গৃহস্থের বাড়িতে।খবর পেয়ে চাকদহ থানায় খবর দেন বাড়ির কর্তা। খবর পেয়ে চাকদহ থানার পুলিশ আসে এবং তদন্ত করে।পরে লিখিত অভিযোগ করার জন্য বলেন।নগদ পঁয়ত্রিশ হাজার টাকা,সোনার গহনা নিয়ে যায় দূষ্কৃতিরা।