নিজের সার্ভিস রিভলবার দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হলেন রাজ্য পুলিসের কমবাট ফোর্সের কর্মী জয়ন্ত সরকার নামের এক যুবক।

0
40

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নিজের সার্ভিস রিভলবার দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হলেন রাজ্য পুলিসের কমবাট ফোর্সের কর্মী জয়ন্ত সরকার নামের এক যুবক। পুলিশ সূত্রে খবর, শান্তিপুর থানার বাথনা মাঠপাড়ার বাসিন্দা রাজ্য পুলিসের কমবাট ফোর্সের কর্মী জয়ন্ত সরকারের বুধবার ভিক্টরিয়া মেমোরিয়ালে ডিউটি ছিল। অভিযোগ, রাতে ডিউটি শেষে ব্যারাকে ফিরে আনুমানিক রাত 9 টা নাগাদ নিজেরই সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হন। আর এই খবর বাথনা মাঠপাড়ায় পৌঁছানোর পরই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতের পরিবার সূত্রে খবর, সম্প্রতি বিবাহ ঠিক হয়েছিল ওই যুবকের। শুক্রবার ছিল আশীর্বাদ। কিন্তু সেই আশীর্বাদ অনুষ্ঠানের জন্য ছুটি না পাওয়ায় মানসিক অবসাদ থেকেই এই আত্মহত্যা। যদিও পরিবারের দাবি, এখনো সরকারি ভাবে তাদের জানানো হয়নি ওই যুবকের মৃত্যুর কথা। ঘটনায় শোকের পরিবেশ বাথনা মাঠপাড়া এলালায়।