আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার গুলির কচিকাঁচাদের হাতে বই, শ্লেট, পেন্সিল সহ অন্যান্য শিক্ষা সামগ্রী তুলে দেন বিশিষ্ট সমাজসেবী শেখ বাপি।

0
66

আবদুল হাই, বাঁকুড়াঃ-  বই পড়ার অভ্যাস গড়ে উঠুক শৈশব থেকেই, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক আগামী প্রজন্ম’। এই লক্ষ্য নিয়েই ফেব্রুয়ারী মাস জুড়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার গুলির কচিকাঁচাদের হাতে বই, শ্লেট, পেন্সিল সহ অন্যান্য শিক্ষা সামগ্রী তুলে দেন বিশিষ্ট সমাজসেবী শেখ বাপি। কর্মসূচীর শেষ দিনে তালডাংরার লদ্দা গ্রামে এলাকার শতাধিক শিশুর হাতে বেশ কিছু শিক্ষা সামগ্রী ও চকোলেপ তুলে দেন তিনি। এদিনের এই কর্মসূচীতে সমাজসেবী শেখ বাপি ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তি তাপস তুং, লদ্দা জামা মসজিদের ইমাম সাহেব মৌলানা উসমান গনি সাহেব অন্যান্যারা।

সূত্রের খবর, বিগত লকডাউনের দিন গুলিতে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে সমাজসেবী শেখ বাপি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আর্থিকভাবে পিছিয়ে মানুষের খাদ্য সামগ্রী তুলে দেওয়া, জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্ত সংকট মেটাতে রক্তদান কর্মসূচীর আয়োজন, প্রাকৃতিক বিপর্যয়ে সাধ্যমতো সাহায্যের পাশাপাশি ধারাবাহিকভাবে ঈদ-শারদোৎসব ও শীতের সময়েও প্রয়োজনীয় নতুন বস্ত্র উপহার দিয়ে তিনি মানুষের পাশে থেকেছেন।। এবার শিশুদের হাত ধরে প্রতিটি মানুষকে শিক্ষার আলোর আলোকিত করার তাঁর এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলেই ওই এলাকার মানুষ জানিয়েছেন।

সমাজসেবী শেখ বাপি এবিষয়ে বলেন, ‘বই পড়ার অভ্যাস গড়ে উঠুক শৈশব থেকেই, প্রকৃত শিক্ষায় শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক আগামী প্রজন্ম’ এই লক্ষ্যে ফেব্রুয়ারী মাস জুড়ে তালডাংরা ব্লক এলাকার বেশ কিছু গ্রামে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের হাতে বর্ণপরিচয়, শ্লেট, পেন্সিল ও চকোলেট তুলে দেওয়ার সংকল্প নিয়েছিলাম। এই বিশেষ কর্মসূচীর অন্তীম লগ্নে আজ আমরা লদ্দা গ্রামে শতাধিক শিশুর হাতে শিক্ষা সামগ্রী তুলে দিলাম। এই কাজে এলাকার অসংখ্য মানুষের সহযোগীতা ও সমর্থণ পেয়েছি।