বামনগোলা ব্লক আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকেও কর্মবিরতি পালন করেন আশা কর্মীরা।

0
56

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — রাজ্যজুড়ে আশা কর্মীদের কর্মবিরতি। সে পরিপ্রেক্ষিতে শুক্রবার বামনগোলা ব্লক আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকেও কর্মবিরতি পালন করেন আশা কর্মীরা। এদিন বামনগোলা ব্লকের আশা কর্মীরা মিছিল করে বামনগোলা ব্লকের মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে গিয়ে তারা কর্মবিরতি পালন করেন। তাদের অভিযোগ রাজ্য সরকার ও কেন্দ্র সরকার যে বাজেট ঘোষণা করেছে তাতে পশ্চিমবঙ্গের আশা কর্মীদের জন্য কোন টাকা বরাদ্দ করা হয়নি। অথচ বিভিন্ন কাজে তাদের প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। তারা ভাতা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া তাদের স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এবং ভাতা বৃদ্ধি করা হচ্ছে না। এইসব অভিযোগ তুলে তারা আজ কর্মবিরতির ডাক দিয়েছে। যতদিন পর্যন্ত তাদের ভাতা বৃদ্ধি করা হবে না তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান আশা কর্মীরা।