বিষ পান করে আত্মহত্যার চেষ্টা এক স্টাপের।

0
48

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ – বাঁকুড়ার কোতুলপুর গ্রামীণ হাসপাতালে এক গ্রুপ ডি স্টাফ হাসপাতাল চত্বরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। প্রেসেন্ট পার্টি থেকে শুরু করে স্থানীয় গাড়িচালকরা গ্রুপ ডির কর্মচারীকে বাঁচাতে তৎপর হসপিটাল জুড়ে, সঙ্গে হসপিটালের স্টাফেরা ও। ওই ব্যক্তির নাম সভ্যসাচী বিশ্বাস। দীর্ঘদিন ধরে কোতলপুর গ্রামীন হসপিটালে কর্মরত। নতুন BMOH আসার পর থেকেই এই গ্রুপ ডির কর্মচারী সব্যসাচী বিশ্বাসের বার বার নানান রকম সমস্যা হয়েছে যা আমরা বিগত দিনের খবরের মাধ্যমে আপনাদের পরিবেশন করেছি। আজ একদম অন্যরকম। হসপিটাল চত্বরেই বিষের বোতল নিয়ে বিষ পান করেন।গ্রুপ ডি কর্মচারীকে সঠিক সময়ে ডিউটি না করতে দেওয়ার জন্যই তিনি বিষ পান করেছেন। এ বিষয়ে হসপিটালে BMOH কে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান কয়েকদিন আগে শারীরিক অসুস্থতা দেখিয়ে একটি দরখাস্ত করেছিলেন ছুটির জন্য। পরে তার শারীরিক পরীক্ষা করা হয় এবং শারীরিক সক্ষম রিপোর্ট দেখান ।তারপরেই এই দুর্ঘটনা ঘটায় সভ্যসাচী বিশ্বাস। BMOH ক্যামেরার সামনে স্বীকার করেন হসপিটাল চত্বরেই বিষপান করেছে। তবে দেখার বিষয় যেখানে মানুষজন ওই হসপিটালে সুস্থ হতে যায় আর সেখানেই হসপিটাল স্টাফেরাই নিজেদের মধ্যে অশান্তির জেরে নিজের জীবনকেই বিপন্ন করে বিষ পান করছে তবে কতটা নিরাপদ ওই হসপিটাল?