মৃত শ্রমিকের নিথর দেহ ফিরলো বাড়িতে।

0
36

মালদা,মানিকচক, নিজস্ব সংবাদদাতাঃ- ভিন রাজ্যে মৃত মালদার পরিযায়ী শ্রমিকের নিথর মৃতদেহ শুক্রবার সাত সকালে ফিরে এল গ্রামে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে‌ মানিকচকের চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোমিন পাড়া এলাকায়। মৃত শ্রমিকের নাম আজমির খান (২১)। উল্লেখ্য, পেটের তাগিদে পরিবারের আর্থিক অনটন মেটাতে বিগত কয়েক মাস আগে উত্তরপ্রদেশে একটি কার্পেট কারখানায় কাজে গিয়ে ছিলেন। প্রথম থেকে সব ঠিকঠাক থাকলেও। গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যুবকটি। অবস্থার অবনতি দেখে চিকিৎসককে খবর দেওয়া দেন তার সঙ্গীরা। চিকিৎসক বাসায় আসার আগেই প্রাণ হারান আজমের খান।পরিবারে রয়েছে দুই বোন,দাদা এবং বৃদ্ধ মা বাবা। ফোন মারফত আজমিরের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজনেরা।আজ সকাল‌ নাগাদ যুবকের নিথর মৃতদেহ বাড়িতে এসে পৌঁছায়। যুবকের অকাল মৃত্যুতে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।