মৌমাছি কামড়ে হাসপাতালে ১।

0
37

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর বাজারে মৌমাছি কামড়ে আহত হয়ে ইন্দাস হাসপাতালে ভর্তি এক সাইকেল মিস্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান বাজারে রাস্তার ধারে এক অশ্বত্থ গাছে বড় আকারের মৌমাছি বাসা করছে। একটি পাখি আচমকা উড়ে এসে মৌমাছির চাকে থাবা দিলে মৌমাছি উড়তে শুরু করে। এই সময় রাস্তা দিয়ে এক ব্যক্তি গেলে তাকে কিছু মৌমাছি কামড়ে দেয়। মৌমাছির ভয়ে দৌড়ে পালিয়ে যায় ঐ ব্যক্তি। সেই সময় গোবিন্দপুর বাজারের এক সাইকেল মিস্ত্রী দোকানে চা খেতে গিয়ে চা মুখে না দিয়ে ভয়ে পালাতে গিয়ে মৌমাছির ঝাকে পড়ে। বাজারের আশেপাশের মানুষেরা তাকে কম্বল চাপা দিয়ে নিয়ে আসে।পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অবিলম্বে মৌমাছির বাসাটি নষ্ট না করলে আবার যে কোন দিন বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।কারণ এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে হাজার হাজার মানুষেরা যাওয়া আসা করে।