নদীয়া, নিজস্ব সংবাদদাতা, ২৯ ফেব্রুয়ারী ২০২৪:- দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে ০৮ ব্যাটালিয়নের BSF জওয়ানরা, নদীয়া জেলায় সোনা চোরাচালানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময়, চোরাকারবারী যখন সোনা পাচারের চেষ্টা করছিল তখন ৪ টি সোনার বিস্কুট সহ একজন চোরাকারবারীকে গ্রেপ্তার করে। বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করার চেষ্টা করছিল সে এমনটাই Bsf সূত্রে খবর । আটক করা সোনার মোট ওজন ৪৬৬.৬০গ্রাম এবং এর বাজার মূল্য ২৭ লক্ষ ৯৪ হাজার ৪৬৭ টাকা ।
বিএসএফ জওয়ানরা ঝাড়পাদা গ্রামে টহল দেওয়ার সময় একজন সন্দেহজনক ব্যাক্তিকে পালানোর চেষ্টা করার সময় ধরে ফেলে। ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন ব্যক্তি জানায়, সে তার উঠানের একটি গাছের পাশে মাটিতে সোনা পুঁতে রেখেছিল। পরবর্তীতে বিএসএফ জওয়ানরা তল্লাশি চালিয়ে চারটি সোনার বিস্কুট উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধার হওয়া সোনা বাজেয়াপ্ত করে ওই ব্যক্তিকে গ্রেফতার করে বিএসএফ। জানা যায় ধৃত ব্যক্তি হলেন মৃন্ময় বালা, পিতা মৃত মৃণাল কান্তি বালা, গ্রাম নদীয়া জেলার ঘোরপাদা এলাকায়
বিএসএফ সূত্রে খবর
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সে বাংলাদেশের হুদাপাড়া গ্রামের বাসিন্দা জোসিমের কাছ থেকে সোনা নিয়ে পানিখালী গ্রামের এক অজ্ঞাত ব্যক্তির কাছে পৌঁছে দিতে যাচ্ছিল। তিনি আরও বলেছিলেন যে এই কাজের জন্য তিনি ১৫০০/- টাকা পেতেন। যদিও ধৃত ব্যক্তিকে এবং সোনাগুলিকে শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ।