বাংলার বাইরের রাজ্য গুলোতে নারীরা আজ অসুরিক্ষীত সেই তুলনায় এই বাংলায় মা বোনেরা অনেক ভালো আছেন : রাজীব বন্দ্যোপাধ্যায়।

0
92

নদীয়া, নিজস্ব সংবাদদাতা: –  মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে অন্যায় করলে তাকে শাস্তি পেতে হবে,বাংলার বাইরের রাজ্য গুলোতে নারীরা আজ অসুরিক্ষীত সেই তুলনায় এই বাংলায় মা বোনেরা অনেক ভালো আছেন, এভাবেই নদীয়ার চাকদায় এসে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের মুখপাত্র রাজীব বন্দ্যোপাধ্যায়।
এদিন চাকদা ব্লকে বিগ্রেড সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সেই সভায় যোগ দিতে আসেন তৃণমূলের মুখপাত্র রাজীব বন্দ্যোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন নদীয়া দক্ষিণ জেলার তৃণমূল শ্রমিক নেতা সনৎ চক্রবর্তী,যুবনেতা শুভঙ্কর সিংহ ও মহিলা নেত্রী সুস্মিতা সিংহ বিশ্বাস সহ একাধিক নেতৃত্ব।
এদিন তৃণমূলের এই সভায় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।