মালদা জেলা প্রশাসনের উদ্যোগে আগামী বুধবার থেকে শুরু হচ্ছে জেলা হস্তশিল্প তাঁত বস্ত্র ও স্বরোজগার মেলা।

0
39

নিজস্ব সংবাদদাতা, মালদা:-  মালদা জেলা প্রশাসনের উদ্যোগে আগামী বুধবার থেকে শুরু হচ্ছে জেলা হস্তশিল্প তাঁত বস্ত্র ও স্বরোজগার মেলা। মালদা কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে এই মেলা। তার আগে শনিবার দুপুরে সুসজ্জিত তিনটি ট্যাবলোর উদ্বোধন করা হল। উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। মন্ত্রী জালান আমাদের জেলায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা খুব গর্বিত। আগামী ৬ই মার্চ থেকে শুরু হচ্ছে মেলা। প্রায় পঞ্চাশটির উপরে স্টল থাকছে ‌। মেলা শুরু হওয়ার আগে এই ট্যাবলো গুলি গ্রামগঞ্জে ঘুড়বে‌। তিন দিনব্যাপী এই মেলায় মালদা সহ বিভিন্ন জেলার শিল্পীরা অংশ নিবেন।