রাম মন্দির দর্শন করে যাত্রী দের নিয়ে সুস্থ ভাবে অযোধ্যা থেকে আবার দক্ষিন দিনাজপুর জেলার বালুর ঘাটে এসে ফিরলো ট্রেন।

0
36

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর :- দক্ষিণ দিনাজপুর জেলা থেকে রাম মন্দির দর্শনের করানোর জন্য বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার যে ট্রেনের ব্যবস্থা করে দিয়েছিল সেই সকল যাত্রী আজ অর্থাৎ শনিবার রাত্রি ১০টা নাগাদ সেই সকল যাত্রী দের নিয়ে সুস্থ ভাবে অযোধ্যা থেকে আবার দক্ষিন দিনাজপুর জেলার বালুর ঘাট এ এসে ফিরলো। রাম মন্দির দর্শন করে ফিরে যাত্রী সকল খুশি।তারা যানান সাংসদ সুকান্ত মজুমদার শুধু ট্রেনের ব্যবস্থা করে দেননি সকল যাত্রী দের থাকা খাওয়ার সুব্যবস্থা করেছেন। তার এই ব্যবস্থা করার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন সকল যাত্রী।