সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে সোচ্চার ,ছবিতে কালি মাখিয়ে দিল দলের কর্মীরা।

0
50

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ ২০২৩ এর পঞ্চায়েত ভোট মিটে যাবার সাথে সাথেই পদ্ম শিবিরের অন্ধরেই কেন্দ্রীয় মন্ত্রী তথা বাঁকুড়া সাংসদ সুভাষ সরকারকে নিয়ে কোলাহল সৃষ্টি হয়েছে। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে বিজেপি দলীয় কর্মী সমর্থকদের রাস্তায় নেমে সুভাষ বাবুর বিরুদ্ধে সরব হতে দেখা গেছে। বেশ কয়েক মাস আগে বিজেপি সাংসদ সুভাষ সরকারকে নিজের দলের কর্মীদের হাতে জেলা বিজেপি কার্যালয়ে তালা বন্দীও হতে হয়েছে।ফের এদিন একই ঘটনার পুনরাবৃত্তি হল বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলায়। এদিন বিজেপি কর্মী সমর্থকরা বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে স্লোগান তুলতে দেখা গেল, শুধু তাই নয় বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের ছবিতে কালিও মাখাতে দেখা গেল উত্তেজিত বিজেপি কর্মীদের।

বিজেপি কর্মীদের দাবি, গত পাঁচ বছরে সুভাষ সরকার মানুষের পাশে তো দূরের কথা বিজেপি কর্মীদেরও পাশে থাকেনি,শুধু তাই নয় সাংসদ তহবিলের ১৭ কোটি টাকার মধ্যে মাত্র ৫ কোটি টাকা খরচ করছেন বাকি ১২ কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন এবং এর কারণেই গত পৌর নির্বাচন এবং পঞ্চায়েতে নির্বাচনে বিজেপির খারাপ ফলাফল হয়েছে। তাদের দাবি সুভাষ সরকার যদি ২০২৪ এর লোকসভা নির্বাচনে প্রার্থী হয় তাহলে ব্যাপক খারাপ হবে।