নিজস্ব সংবাদদাতা, মালদা: অন্যান্য লোকসভা আসনের পাশাপাশি মালদা জেলার দুটি লোকসভা আসনের প্রার্থী তালিকা নাম ঘোষণা করে বিজেপি।পুনরায় উত্তর মালদা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে, খগেন মুর্মুকে। অন্যদিকে দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে শ্রীরূপা মিত্র চৌধুরীকে। বর্তমানে তিনি ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক।প্রার্থী তালিকা ঘোষণা হতেই রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু ।পুরাতন মালদার মুচিয়া মহামায়া কালী মন্দিরে পূজো দিয়ে প্রচারে নামলে প্রার্থী খগেন মুর্ম । সঙ্গে পথ চলতি সাধারণ মানুষদের নিজ হাতে মুখ মিষ্টি করালেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। আজ রবিবার সাত সকালে দলীয় কর্মীদের নিয়ে পুরাতন মালদা ব্লকের সাহাপুর,মুচিয়া সহ একাধিক এলাকায় দেওয়াল লিখনের মধ্যে দিয়ে ভোট প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী।