শুভেন্দুর পরিবারে সৌমেন্দুর নাম BJP প্রার্থী হিসেবে ঘোষণার পর,মেদিনীপুর শহর থেকে মুখ খুললেন দিলীপ ঘোষ।

0
105

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  শনিবার লোকসভা নির্বাচনে ২০ জন বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করেছে বাজপির শীর্ষ নেতৃত্ব যেখানে এখনো পর্যন্ত কোনো প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি শাসক দল, অন্যদিকে বিজেপি রাজ্য নেতৃত্বের মুখে বারে বারে পরিবার তন্ত্রের মন্তব্য উঠে এসেছে তৃণমূলের বিরুদ্ধে, এবার প্রার্থী তালিকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাইয়ের নাম অর্থাৎ সৌমেন্দু অধিকারীর নাম ঘোষণা হওয়ার পরের দিন সেই বিষয় নিয়ে মুখ খুললেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ, রবিবার মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় জনসংযোগ এবং বিভিন্ন দলীয় কর্মসূচি সেরে নেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, বিজেপিতে আসার আগে উনি একজন রাজনীতিবিদ ছিলেন, অর্থাৎ তার সংগঠন তৈরি, অন্যদিকে বিজেপির প্রথম তালিকা ঘোষণা হয়েছে যার মধ্যে নাম নেই দিলীপ ঘোষের তা নিয়ে বিন্দুমাত্র ক্ষোভ নেই দিলিপের মুখে, বরং তিনি আত্মবিশ্বাসী পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সব আসনেই জয়লাভ করবে বিজেপি, অন্যদিকে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে হিরণময় চট্টোপাধ্যায়ের, যেখানে তৃণমূলের দুই বারের সাংসদ ছিলেন দীপক অধিকারী ওরফে দেব, এবার দেবের বিরুদ্ধেও মুখ খুললেন দিলীপ ঘোষ, তিনি বলেন দুপুরের সাংসদ হয়েও তিনি মানুষের জন্য কি করেছেন।