৩ রা মার্চ রবিবার পুরুলিয়া জেলার রাস ময়দানে এক ঐতিহাসিক জনসভা হলো।

0
38

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  ৩ রা মার্চ রবিবার পুরুলিয়া জেলার রাস ময়দানে এক ঐতিহাসিক জনসভা হলো।সারা বাউরি সহ পিছিয়েপড়া জনজাতির মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে সারা পশ্চিমবাংলা জুড়ে এই আন্দোলন চলবে।উপস্হিত ছিলেন বাঁকুড়া জেলার বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ এর সভাপতি সকল দলিত মানুষের নয়নের মনি সমাজের পথপ্রদর্শক সম্মানিয় শিক্ষক দীপক কুমার দুলে মহাশয়, তিনি দলিত মানুষের সার্বিক উন্নতি করতে তাদের সাংবিধানিক মৌলিক অধিকার আদায়ের স্বার্থে, এবং এস সি এ ক্যটাগরী করার লক্ষ্যে প্রতিটি জেলায় এই ধরনের কর্মসুচি করবেন পিছিয়ে পড়া দলিত মানুষজনদের নিয়ে এ কথা জানান।আগামী লোক সভা নির্বাচনে মানুষের কাছে বলছেন যে আজ অবধি কোন এম পি তাদের কথা লোকসভাতে বলেনি, তাদের কে ভোটে ব্যবহার করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন বঞ্চিত করে আসছে তাদের কে ঠকাচ্ছে, তাদের উন্নতির জন্য যে কালচারাল বোর্ড গঠন করেছে সেখানে যারা দায়িত্বে আছে তারা সমাজের গরীব মানুষের কোন উপকার করছে না, নিজেরাই লুটে পুটে খাচ্ছে, তাই তার বিরুদ্ধে সকল কে এক জোট হয়ে পথে নামার কথাও বলেন।