পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের কাকটিয়া বলরামপুর গ্রামীণ মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। সামনেই লোকসভা নির্বাচন তার আগে তমলুক লোকসভায় কে প্রার্থী হবেন তা নিয়ে কোন মন্তব্য করেননি দিব্যেন্দু অধিকারী।
অরাজনৈতিক মঞ্চে এসে নিজের কাজের ত্রুটি স্বীকার করলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনি বলেন নন্দীগ্রামে এখনো সুবিচার পাইনি, বর্তমান সরকার তা করতেও পারেনি, আমার মেয়াদ শেষ হতে যায় তাই কাজের পর্যালোচনা করার সময়, এবারে লোকসভা নির্বাচনে আমি প্রার্থী হচ্ছি না, তবে কিছু চমক থাকলেও থাকতে পারে। দল সিদ্ধান্ত নেবে কে কোথায় দাঁড়াবে। কাঁথিতে আমার ভাই সৌমেন্দু অধিকারী দাঁড়িয়েছে,আমি অবশ্যই তার হয়ে প্রচার করব। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর সম্পর্কে বলেন তিনি এখনও বিচারপতি, তিনি পদত্যাগ করার পর মন্তব্য করা উচিত, কোন দলে যোগদান করবে এটা তাঁর বিষয় তিনি বলতে পারবেন।
আগামীকাল পূর্ব মেদিনীপুর জেলায় মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করতে আসছেন, এ বিষয়ে তিনি বলেন গত আড়াই বছর ধরে প্রশাসনিক সভাতে আমাকে ডাকা হয়নি। পঞ্চায়েত ভোটের সময় বিডিওরা কি করেছে সবাই জানে।
Home রাজ্য দক্ষিণ বাংলা পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের কাকটিয়া বলরামপুর গ্রামীণ মেলার উদ্বোধনে উপস্থিত...