সোনার দৌড়ে সাইমার এখন প্রশংসা আর প্রশংসা, রানাঘাট শুধু নয় নদিয়ার গর্ব সাইমা।

0
76

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  অভাব পেরিয়ে সোনার দৌড়ে সাইমার এখন প্রশংসা আর প্রশংসা। রানাঘাট শুধু নয় নদিয়ার গর্ব সাইমা। সোমা বিশ্বাস, জ্যতিময়ী শিকদার এর মতন দেশের হয়ে সোনার পদক পেয়ে দেশের নাম করতে চাই ক্ষুধে সাইমা। বর্তমানে সে রানাঘাট ব্রজবালা প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। বাবা সামান্য টোটো চালক মা গৃহবধূ এই অল্প বয়েসে তার প্রতিভার বিচ্ছুরণ ঘটেছে। রাজ্যের 29 তম প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল বহরমপুর স্টেডিয়ামে সেখানে 200 মিটার দৌড়ে ৩২.৩০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছে সাইমা দফাদার। সার্টিফিকেট ও পদক যেমন পেয়েছে পাশাপাশি রাজ্য স্তরে এই প্রথম রানাঘাটের ক্ষুদে প্রতিযোগী প্রথম পুরস্কার লাভ করেছে। আর তাই নদিয়া জেলার রানাঘাট শহর গর্বিত সাইমার জন্য আজ তার স্কুল ব্রজবালা প্রাইমারি স্কুল তাকে সম্বর্ধনা দিলো। উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার পৌরপতি কোশলদেব বন্দ্যোপাধ্যায়, অবর বিদ্যালয় পরিদর্শক গৌড়পদ সরকার , নবীন মালাকার, ব্রজবালা প্রাইমারি স্কুলের প্রধানশিক্ষক রাজীব বসু, প্রাক্তন প্রধান শিক্ষিকা , শিক্ষিকা, কাউন্সিলর মিতালী মজুমদার সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ সহ বিশিষ্ট জন।