প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েও ঈদের নামাজে হাজির।

0
40

আবদুল হাই, বাঁকুড়াঃ-  পবিত্র রমজান মাস শেষে সারা দেশ জুড়ে পালিত হল মুসলিম ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ উৎসব ঈদ।ঈদ কে ঘিরে সারাদেশ উৎসবে মেতে উঠেছে আবাল বৃদ্ধ থেকে শুরু করে কচিকাঁচারা। ঈদের জামায়াতে শরিক হয়েছে কিশোর থেকে শুরু করে বৃদ্ধ,ও কচিকাঁচারা। জামায়াত শেষে পরস্পর কোলাকুলি,ঈদ মোবারক ,সালাম বিনিময় করতে দেখা গেল। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সম্প্রীতির উৎসব। সেইমত আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের প্রান্তে প্রান্তে পালিত হল ঈদ। এদিন দেখা গেল ইন্দাসের সেখ জলিল নামে এক ব্যক্তি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েও দীর্ঘ দুই কিলোমিটার পথ হেঁটে হেঁটে পৌঁছালো ঈদগায়। উনি বলেন,আল্লা আনিয়েছে তাই নামাজ পড়তে এসেছি।যতদিন আল্লা আনবে এই ভাবে কষ্ট করেও আসবো।