অভিনব উদ্যগ, পান্তাভাত খেয়ে ভোট প্রচারে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। 

0
59

দমদম, নিজস্ব সংবাদদাতা: – ভোটের উত্তাপের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে প্রকৃতির উষ্ণতা। ভোটের গরমে উত্তপ্ত  প্রকৃতি দেখাচ্ছে তার রুদ্র রূপ। গরমে নাজেহাল সমর্থক থেকে প্রার্থীরা সকলে। আর এই পরিস্থিতির মধ্যে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী শীলভদ্র দত্ত তিনি কর্মীদের শরীর ও স্বাস্থ্যর কথা মাথায় রেখে নিলেন এক অভিনব উদ্যোগ। করলেন পান্তাভাত উৎসব কর্মসূচি। নিজ হাতে কর্মীদের পান্তা পরিবেশ করলেন এবং সমর্থকদের মধ্যে পান্তা ভাত খেয়ে আজকের দিনটি তিনি অতিবাহিত করেন। তাঁর বক্তব্য পান্তা খাওয়ার ফলে অনেকটাই ভালো ফল পাওয়া যাবে। তীব্র গরমে বাইরে প্রচার করার থেকে অনেকটাই শান্তি ও স্বস্তি পাওয়া যাবে, আর শরীরও ঠান্ডা থাকবে। তিনি নিজ হাতে পান্তা বিভিন্ন জায়গায় বিতরণ করেন, দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে এক টেবিলে বসে পান্তা খাওয়া দাওয়াও করেন।  আর কর্মীরা শীলভদ্র দত্তের এই ধরনের উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এবং এতো ব্যস্ততার মধ্যেও দলীয় কর্মীদের প্রতি যে তাঁর আন্তরিকতা ও ভাবনা যথার্থই প্রশংসনীয়।