ঘাটাল লোকসভার পাঁশকুড়াতে কর্মী বৈঠক সেরে ফেললেন সাংসদ দীপক অধিকারী ।

0
28

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সোমবার পূর্ব মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাঁশকুড়া এলাকায় তৃণমূল নেতৃত্বদের নিয়ে কর্মী বৈঠক সেরে ফেললেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব, মূলত এই কর্মী বৈঠকে এলাকার কি কি দাবি রয়েছে এবং কি কি কাজ বাকি রয়েছে সেইসব বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়, পাশাপাশি এই লোকসভা নির্বাচনে পাঁশকুড়া বিধানসভা এলাকায় ১৭৬ টি ভোটে তৃণমূল পিছিয়ে রয়েছে, সেই কথা মাথায় রেখে নিজেদের বিভেদকে ভুলে সঙ্ঘবদ্ধ হয়ে লড়াই করার ডাক দিলেন সাংসদ দীপক অধিকারী, এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন একাধিক জেলা ও ব্লক নেতৃত্ব।