টানা নিম্নচাপ ও ঝড়ো হওয়ার ফলে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা, দীঘায় চলছে বাড়তি সতর্কতা।

0
28

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- টানা নিম্নচাপ ও ঝড়ো হওয়ার ফলে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার গভীর সমুদ্রে মৎস্য শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দপ্তরের তরফে। তাই পূর্ব মেদিনীপুর জেলার দীঘার স্নানঘাট গুলিতে এই দিন সকাল থেকেই বাড়তি নিরাপত্তা চালালো পুলিশ প্রশাসন। মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদের সতর্কতা করেছে জেলা প্রশাসনের তরফে, পাশাপাশি স্পিডবোটে করে নজর দারি চালাতে দেখা গেল প্রশাসনকে। ভাটার সময় যে সমস্ত পর্যটকরা সমুদ্র স্নান করছেন তারা যাতে কোমরের বেশি জলে না নামেন এবং মদ্যপান অবস্থায় সমুদ্রের স্নান করতে না নামেন তার আবেদন জানানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।