শহরবাসীকে সচেতন করতে সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচী পালেন পৌরসভার চেয়ারম্যান।

0
14

নিজস্ব সংবাদদাতা, মালদা , ৭ আগষ্ট:-শহরবাসীকে সচেতন করতে সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচী পালেন পৌরসভার চেয়ারম্যান।যে ভাবে বাইক দুর্ঘটনা ঘটে সেই দিকে নজড় রেখে সাধারণ মানুষকে সচেতন করতে পুরাতন মালদাহে শহরের চৌরঙ্গী মোড়ে সেফ ড্রাইভ,সেভ লাইফ কর্মসূচি পালন করলেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ।বুধবার তিনি হেলমেট বিহীন বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ করেন। সকলকে হেলমেট পরিধান করে বাইক চালানোর ব্যাপারে সচেতন করেন।

পুরাতন মালদা পৌরসভার,চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, অনেকে হেলমেট ছাড়া চলাচল করে থাকেন মটর বাইক চালান। সেজন্য এদিন হেলমেট দেওয়া হয়েছে।তাদের হেলমেট ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে বোঝানো হয়। এবং তারা যেন হেলমেট ব্যবহার করেন বাইক চালানোর সময়।আমরা চায়, মানুষ যেন আইন মেনে গাড়ি চালায়।