দোষিদের কঠোর শাস্তির দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি বিডিও অফিস ঘেরাও করে অবস্থান ও বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা।

0
15

নিজস্ব সংবাদদাতা: বালুরঘাট, 4 সেপ্টেম্বর – সম্প্রতি রাজ্য জুড়ে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষিদের কঠোর শাস্তির দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি বিডিও অফিস ঘেরাও করে অবস্থান ও বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা। বংশীহারীর নাবালিকা, বালাপুরের আদিবাসী তরুণী সহ আর জি করের ধর্ষণের বিচারের দাবিতে বুধবার বালুরঘাট, গঙ্গারামপুর, হিলি, বংশীহারী, কুশমন্ডি, তপন সহ অন্যান্য বিডিও অফিস গুলির সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় কয়েকশো বিজেপি কর্মীরা। এদিন বালুরঘাটের বিজেপি দপ্তর থেকে অন্তত কয়েকশো কর্মি জড়ো হয়ে বালুরঘাট বিডিও অফিসের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য নেতৃত্ব। প্রতিটি বিডিও অফিসের সামনে বিক্ষোভকারিদের প্রতিহত করতে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করে পুলিশ প্রশাসন।