মালদার গাজোলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এদিন বুধবার গাজোলে ব্লক ক্যাম্পাসের সামনে অবস্থান বিক্ষোভ ধর্না কর্মসূচি।

0
13

নিজস্ব সংবাদদাতা, মালদা —-মালদার গাজোলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এদিন বুধবার গাজোলে ব্লক ক্যাম্পাসের সামনে অবস্থান বিক্ষোভ ধর্না কর্মসূচি চলছে গাজোল ভারতীয় বিজেপির পক্ষ থেকে।তাদের সর্বপ্রথমে গাজোলের বামনগোলা মোড় ৫১২ নং জাতীয় সড়কের থেকে একটি ধিক্কার মিছিল বের করে এই ধিক্কার মিছিল গোটা এলাকা পরিক্রমা করে।অবশেষে শতাধিক ভারতীয় জনতা পার্টির কর্মীদের নিয়ে গাজোল ব্লক ক্যাম্পাসের সামনে এসে ধরনা মঞ্চ বিক্ষোভ কর্মসূচি করেন। গাজোল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন বলেন আরজি করে যে ঘটনা ঘটেছে তার পরিপেক্ষিতে জড়িত যে সকল দোষীদের সামনে নিয়ে আসতে হবে উপযুক্ত দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে তাই তার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি আমাদের মালদা জেলার গাজোল ব্লকের অবস্থান ধর্ণা কর্মসূচি করে থাকি । এর পাশাপাশি মালদা জেলার বিভিন্ন ব্লকে এ কর্মসূচি হয়ে থাকে ।