নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার সিটিজেন অ্যাসোসিয়েশনের উদ্যেগে আলিপুরদুয়ার কলেজ হল্ট থেকে মোমিবাতি মিছিল শুরু হয়। আর জি কর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে ওই মোমবাতি মিছিলটি করা হয় বলে জানা যায়। ওই ঘটনায় যারা যুক্ত রয়েছে সবাইকে খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন মিছিলে আসা মহিলারা।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার আলিপুরদুয়ার সিটিজেন অ্যাসোসিয়েশনের উদ্যেগে আলিপুরদুয়ার কলেজ হল্ট থেকে মোমিবাতি মিছিল শুরু হয়।