নিজস্ব সংবাদদাতা, মালদা: – গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কালিয়াচকের উমাকান্ত টোলা এলাকায়।। পরিবারের অভিযোগ, ওই গৃহবধূকে খুন করা হয়েছে। পরিবারের তরফে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
মৃত গৃহবধূর নাম চুমকি মণ্ডল (২৬)।বাড়ি কালিয়াচকের জালুয়াবাথাল গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় সাড়ে ছয় বছর আগে উমাকান্ত তোলার বাসিন্দা রতন মণ্ডল নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় চুমকিদেবীর। পরিবারের অভিযোগ, রতম মদ্যপান করে চুমকিদেবীকে মারধর করত। গতকাল বিকেলে চুমকিদেবীর প্রতিবেশীরা বাবার বাড়ির লোকেদের ফোন করে ঝুলন্ত দেহ উদ্ধারের খবর জানান। মেডিকেলে ছুটে এসে পরিবারের লোকজন দেখেন চুমকিদেবীর স্বামী মেডিকেলে চুমকিদেবীর দেহ ফেলে পালিয়ে গিয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
Home রাজ্য উত্তর বাংলা গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কালিয়াচকের উমাকান্ত টোলা এলাকায়।।