কলকাতা, নিজস্ব প্রতিবেদক :- গত ৯ই অক্টোবর বেঙ্গল ফোরাম ফর ইন্টালেক্ট অ্যাণ্ড কালচারের (BFIC) পক্ষ থেকে কলকাতার সেরা বনেদি বাড়ির পূজার বিচার ও ‘মাহেশ্বরী’ সম্মান প্রদান করা হয় । হল অফ ফেম পায় শোভাবাজার রাজবাড়ি ও পাথুরেঘাটা রাজবাড়ি । সেরার সেরা বনেদি বাড়ি হয় বিডন্ স্ট্রীটের দত্ত বাড়ি, দর্জি পাড়ার মিত্র বাড়ি , পাথুরেঘাটার হরিকুটীর , সন্তোষ মিত্র স্কোয়ারের ঝুলন বাড়ি । ঝুলন বাড়িতে অবশ্য দূর্গাপূজা হয় না , এই বাড়ির ঐতিহ্যে রয়েছে এর স্থাপত্যকার্য এবং কয়েক শতাব্দী প্রাচীন ঝুলন উৎসব শ্রীশ্রীরাধাবল্লভজীউ এর ।
যেহেতু BFIC-র উদ্দেশ্য হল কলকাতার বাঙালি ইতিহাস ও ঐতিহ্যকে পুনরায় লোকসমক্ষে , লোকমননে পুনুরুজ্জীবত করা , বাঙলার সংস্কৃতিকে বিশ্ববাসীর নজরে আনা , তাই বিগত তিন বৎসর ধরে BFIC-র কর্ণধার ডাঃ পার্থসারথি মুখার্জি প্রচেষ্টায় বিভিন্ন বনেদি বাড়িগুলিকে সম্মানিত করা হচ্ছে, যাদের ঐতিহ্য বাঙালির গর্ব ও সম্পদ । অথচ , তাদের কথা আজকের আধুনিক অনেক বাঙালিদের কাছে বিস্মৃতপ্রায় বা অজানা। একক প্রচেষ্টা ও উদ্যোগে সিনিয়র নেফ্রোলজিস্ট কনসালট্যান্ট পার্থসারথিবাবু যেভাবে কলকাতার ইতিহাস নিয়ে কাজ করে চলেছেন তা বিভিন্ন মহল থেকে সাধুবাদ প্রাপ্তি করেছে।
ঐতিহ্যকে সম্মান জানাতে প্রতিবছর BFIC তাই প্রতি বৎসর এমন একটি বনেদি বাড়িকেও সম্মান দেয় , যারা দূর্গাপূজা না করলেও অন্য কোন আঙ্গিকে বাঙালির গর্বের ইতিহাসকে ধারণ করে। আর. জি. কর কাণ্ড বা জয়নগরের মত বীভৎস ঘটনা ঘটে যাওয়া এবৎসরে নারী শক্তির জয় ঘোষণা করতে ও নারীদের প্রতি বিশেষ সম্মান জানাতে BFIC বিচারক হিসেবে বেছে নেয় সমাজের বিভিন্ন ক্ষেত্রের এমন পাঁচজন মহিলাকে যাঁরা নিজের নিজের ক্ষেত্রে সফল ও গর্বের মুখ।
যেমন , স্বনামধন্য গবেষক লেখিকা ও বাচিক শিল্পী ড. রাধাবিনোদিনী বিন্তি বণিক, ডায়েটিশিয়ান ও নৃত্যশিল্পী অনন্যা চট্টোপাধ্যায়, মডেল মিস্ কলকাতা তিলোত্তমা শর্মিষ্ঠা রায় চৌধুরী , কলকাতা নিউজ রিপোর্টার রূপকথা এবং বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী মিশ্র।
এঁনাদের সম্মিলিত বিচারে এবার সেরা বনেদি বাড়ি হয় দর্জিপাড়ার ২১৮ বৎসরের পুরানো মিত্র বাড়ি, যেখানে পূজার আয়োজন , ব্যবস্থা, মন্ত্রপাঠ , পূজা থেকে শুরু করে বিশাল প্রাঙ্গন জুড়ে দেওয়া আলপনা পর্যন্ত সবটাই করেন মহিলারাই।
বর্তমান এই অস্থির সময়ের আবহে দাঁড়িয়ে তাই বহু বৎসর ধরে নারীদেরকে তথা নারীদের যোগ্যতাকে সম্মান দিতে জানা মিত্রবাড়িকে সম্মানিত করেছে BFIC সেদিন মাহেশ্বরী এ্যাওয়ার্ড তুলে দিয়ে সেরার সেরা সম্মানে ভূষিত করে।