ফের চাচল বাইপাসে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের।

0
19

নিজস্ব সংবাদদাতা, মালদা : ফের চাচল বাইপাসে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ডিউটি থেকে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের।স্থানীয় সূত্রে জানা গেছে এদিন রাত আটটা নাগাদ চাচল থেকে সামসি অভিমুখের একটি যাত্রীবাহি অটোতে ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা একটি স্করপিও। এই দুর্ঘটনায় মৃত্যু হয় চাচল থানার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার রানু খাতুনের। আহত আরো পাঁচ। সমগ্র ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। কান্নায় ভেঙে পড়েছে মৃতার পরিবার। হাসপাতালে উপস্থিত চাচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু।