বালুরঘাট শহরের পাবলিক বাস স্ট্যান্ড তহ বাজারের ফলপট্টি, বড়বাজার এবং থানা মোড়ের ফলের দোকানে থরে থরে সাজানো রয়েছে নাগপুরের কমলা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শীত এখনও আসেনি। শীতের একটা আমেজ রয়েছে। ঠান্ডার আমেজ পড়তেই বাজার দখল করে নিয়েছে নাগপুরের কমলা। বালুরঘাট শহরের পাবলিক বাস স্ট্যান্ড তহ বাজারের ফলপট্টি, বড়বাজার এবং থানা মোড়ের ফলের দোকানে থরে থরে সাজানো রয়েছে নাগপুরের কমলা। দাম প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা। আর কয়েকদিনের মধ্যে পঞ্জাব এবং দার্জিলিংয়ের কমলাও চলে আসবে।
থানা মোড়ের ফল বাজারে বাজারে ফল বিক্রি করেন প্রতুল সাহা। তিনি বলেন, ‘নাগপুরের কমলা খুবই জনপ্রিয়। প্রতি বছর শীতের শুরুতেই চলে আসে। ক্রেতারাও পছন্দ করেন।’ ওই একই জায়গায় ফল বিক্রি করেন সুমন ভগত। তিনি বলেন, ‘এখন নাগপুরের কমলালেবু পাওয়া যাচ্ছে। পাঞ্জাব, দার্জিলিংয়ের কমলালেবুও চলে আসবে। তবে নাগপুরের চেয়ে একটু দেরিতে আসে।’
লেবু কিনতে এসেছেন মৌসুমী ঘোষ। বলেন, ‘নাগপুরের কমলালেবু বেশ সুস্বাদু। আমি নিয়মিত কিনি। শীতকালে খেতে বেশ ভালোই লাগে।’ কমলালেবু কিনতে এসেছেন উৎসব রায়। তিনি বলেন, ‘বাজারে এই লেবুর দাম একটু বেশি, কিন্তু স্বাদ এবং পুষ্টিগুণে অপূর্ব।’