আবাস যোজনা উপভোক্তার তালিকায় নাম তৃণমূল নেতার, নিতে নারাজ সেই সুবিধা, শোরগোল এলাকা জুড়ে।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- আবাস যোজনা উপভোক্তার তালিকায় নাম তৃণমূল নেতার। তালিকায় নাম থাকলেও বর্তমানে তিনি নিতে নারাজ সেই সুবিধা। এতেই শোরগোল এলাকা জুড়ে। এই খবর জেলার ছাতনা ব্লক এলাকার। ছাতনা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ দপ্তরের কর্মাদক্ষ সুকুমার চট্টোপাধ্যায়। বাড়ি ছাতনা ব্লকের জিড়রা অঞ্চলের দুবরা গ্রাম এলাকায়। গত ২০১৮ সালের আবাস যোজনার তালিকা অনুযায়ী উপভোক্তার তালিকায় এই তৃণমূল নেতার নাম। বর্তমানে ওনার দোতলা বাড়ি থাকাই তিনি আবাস যোজনার সুবিধা নিতে নারাজ। ওই তৃণমূল নেতার কথায় আবাস যোজনার আবেদনের সময় তার ছিলনা কোন পাকা বাড়ি। এলাকায় তিনি জনপ্রিয়, তাছাড়া দীর্ঘদিন ধরে তিনি পুরোহিত্য করে চার ভাইকে নিয়ে এক দোতলা বাড়ি বানিয়েছেন। তাই বর্তমানে তিনি চান তার পরিবর্তে কোন গরিব যথার্থ প্রাপক যেন ওই সুবিধা পায়।

সুকুমার বাবুর এই উদ্যোগে ইতিমধ্যেই ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে তার অভিনন্দন জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের কাছে তিনি গর্বের। বলেছেন ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন মন্ডল। তার কথায় রাজ্যের বিরোধী দল বিজেপি বারবার ধরে আবাস যোজনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ ও অপপ্রচার, এটা সর্বৈব মিথ্যা। সুকুমার বাবু এর জলন্ত উদাহরণ।

অন্যদিকে তৃণমূল নেতার আবাসের বাড়ি ফেরানো নিয়ে কটাক্ষের সুর জেলা বিজেপি নেতাদের গলায়। এই বিষয়ে বাঁকুড়া জেলা বিজেপির সভাপতি সুনীল রুদ্র মন্ডল বলেন ” কি এমন করলেন ওই তৃণমূল নেতা যে বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হয়ে বাড়ি ফিরিয়ে দিচ্ছেন” । আসলে সাধারণ মানুষ বুঝতে পারছেন কতখানি সব তৃণমূল নেতারা। আজ এলাকায় এলাকায় জনরোস সৃষ্টি হচ্ছে, এতে ভয় পাচ্ছে তৃণমূল নেতারা।।