পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ৩ রা ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উপস্থিতিতে গড়বেতা-৩ ব্লক ও চন্দ্রকোনারোড গৌরব গুইন মেমোরিয়াল কলেজের সম্মিলিত উদ্যোগে স্থানীয় প্রতিবন্ধী মানুষ ও কলেজের ছাত্রছাত্রীদের যথাযোগ্য মর্যাদার সাথে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হল। কলেজের সভা কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন গড়বেতা-৩ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দ্বীপাঞ্জন ভট্রাচার্য। মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের অধিকার মিত্র কাজী মহম্মদ মুর্তজা। তিনি তাঁর বক্তব্যে জানান, সম্প্রতি কর্তৃপক্ষের সর্বোচ্চ স্তর নালসা থেকেও জেলা স্তরে একটি কমিটি গঠনের নির্দেশ এসেছে। এই কমিটিতে একজন অবসরপ্রাপ্ত বিচারক, পুলিশ আইনজীবী , অধিকার মিত্র গন থাকবেন। কমিটির পরিচালক হিসেবে মুখ্য দায়িত্বে থাকবেন কর্তৃপক্ষের সচিব তথা বিচারক শাহিদ পারভেজ। এই কমিটি প্রতিবন্ধীদের আইনি অধিকার প্রতিষ্ঠিত করার কাজে নিয়োজিত থাকবে।বিশেষত মানসিক প্রতিবন্ধীদের আইনি অধিকার ও সম্পত্তি সুরক্ষা, চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষে কাজ করবে। তিনি বলেন, বাল্য বিবাহের কারণে আমাদের জেলায় মানসিক প্রতিবন্ধীর সংখ্যা অনেক বেশি। বাল্যবিবাহ রোধ করতে পারে এই সংখ্যা অনেকটাই কমানো সম্ভব। প্রতিবন্ধী মানুষদের সরকারি সুযোগ সুবিধা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, অনেকেই জানেন না, প্রতিবন্ধীরা আন্তঃদ্বয় বা অন্নপূর্ণা যোজনা স্কিমের রেশন কার্ড ও তার সুবিধা পেতে পারেন। উপস্থিত একজন মানসিক প্রতিবন্ধী ছাত্রীর উপস্থিতির কথা উল্লেখ করে তিনি এই সুবিধা তাকে প্রদানের জন্য সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অনুরোধ করেন।
চন্দ্রকোনারোড গৌরব গোয়েন মেমোরিয়াল কলেজে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উপস্থিতিতে মর্যাদা সহিত পালিত হলো আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ।
