খালি গলায় একের পর এক কুমার শানুর কন্ঠে গান গাইছেন এক ব্যক্তি, মুগ্ধ এলাকাবাসী।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- খালি গলায় একের পর এক কুমার শানুর কন্ঠে গান গাইছেন এই ব্যক্তি। মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে কুমার শানুর কন্ঠে গানে মুগ্ধ এলাকাবাসী। ভাইরাল হচ্ছে সেই ভিডিও। কিন্তু তিনি পেশায় কৃষক। কোনদিন সে ভাবে গানের তালিম নেননি। তবে চোখ বন্ধ করে শুনলে বুঝতে পারবেন না গান কে গাইছে।হুবহু কুমার শানু ও কিশোর কুমার সহ একাধিক সিঙ্গারেরগলায় গান গেয়ে এখন ভাইরাল ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ জটেশ্বরের আম বাগান এলাকার বাসিন্দা নির্মল রায়। ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল দক্ষিণ জটেশ্বরের আমবাগান এলাকার বাসিন্দা নির্মল রায়। পেশায় কৃষক হলেও গানই তার আসল নেশা। এদিন নির্মল রায় বলেন, আমি ছোট বেলায় গান গাওয়া শিখেছিলাম। তার পর সংসারের চাপে সেভাবে গান শিখা হয়নি। কুমার শানু, কিশোর কুমার সহ একাধিক গায়কের গান গাইতে পারি। আমার ভাল লাগে তাই গান করি। জানা গিয়েছে, নির্মলবাবুর পরিবারে রয়েছে ২ ছেলে এবং স্ত্রী সহ মোট চারজন। রোজ সময় বের করে তিনি বাড়িতে গানের রেওয়াজ করেন। ইতিমধ্যে বিভিন্ন গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন এই শানু কণ্ঠী।