DYFI ও SFI এর মালদার পুলিশ সুপারের দপ্তর ঘেরাওকে কেন্দ্র করে উত্তেজনা।

নিজস্ব সংবাদদাতা, মালদা: – DYFI ও SFI এর মালদার পুলিশ সুপারের দপ্তর ঘেরাওকে কেন্দ্র করে উত্তেজনা। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, আবাস যোজনা দুর্নীতি ও আর জি করের ঘটনা সহ একাধিক দাবিতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ইংরেজ বাজারে সিপিএমের যুব সংগঠন DYFI ও ছাত্র সংগঠন SFI এর বিক্ষোভ মিছিল। পুলিশ সুপারের দপ্তর ঘেরাও। মিছিল মালদা শহরের রথবাড়ি মোড় থেকে শুরু করে দপ্তরে এসে বিক্ষোভ প্রদর্শন করে DYFI ও SFI কর্মী সমর্থকরা। আন্দোলনকারীরা দুটি ব্যারিকেট ভেঙে ভেতরে প্রবেশ করলেও এস পি অফিস ঢোকার প্রায় ৫০০ মিটার আগেই তৈরি বাঁশের ব্যারিকেড দিয়ে তৈরি করা দুর্গ ভাঙতে পারেননি তারা। সেখানেই তাদের আটকে দেওয়া হয়। তার প্রতিবাদে কিছুক্ষণ গৌড় রোড এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশের হস্তক্ষেপে পাঁচ জনের প্রতিনিধি দল পুলিশ সুপার অফিসে গিয়ে ডেপুটেশন দেয়।