একটি সিমেন্ট ও টি এম টি বার কোম্পানির পক্ষ থেকে মিলন উৎসবের আয়োজন।

নিজস্ব সংবাদদাতা, মালদা,৯ ডিসেম্বর : একটি সিমেন্ট ও টি এম টি বার কোম্পানির পক্ষ থেকে মিলন উৎসবের আয়োজন। রবিবার রাতে পুরাতন মালদার সাহাপুর এলাকায় এক বেসরকারি লজে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর বাবলা সরকার, কাউন্সিলর গৌতম দাস, কাকলি চৌধুরী, পূজা দাস সহ অন্যান্য কাউন্সিলর, ইঞ্জিনিয়ার ও জনপ্রতিনিধিরা। সিমেন্ট ও রডের গুনাগুন নিয়ে আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় বেসরকারি লজে।