নিজস্ব সংবাদদাতা, মালদা : – আবাস যোজনার তালিকায় একই পরিবারের ১২ জনের নাম। প্রতিবাদ করাই আক্রান্ত এক যুবক। মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ চন্ডিপুর এলাকার ঘটনা। আক্রান্ত যুবক দানেশ আলী সিটুর জেলা কাউন্সিল সদস্য বলে জানা গেছে। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। জানা গেছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা তথা তৃণমূল নেতা আবির আলী। এই তৃণমূল নেতা সহ তার বংশের আরো ১২ জন সদস্যের নামে আবাস যোজনার তালিকায় নাম এসেছে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ জানিয়ে গত দু সপ্তাহ আগে দানেশ শালী মানিকচক ব্লক এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছিল । জানা যায় এই ঘটনার প্রতিবাদ করাই আজ সকালে দানেশ আলিকে একা পেয়ে আবীর আলী সহ ১০ থেকে ১৫ জন আগ্নেয়াস্ত্র হাতে তার উপর হামলা করে। চাকু সহ হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয় তাকে। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আবাস যোজনার তালিকায় একই পরিবারের ১২ জনের নাম, প্রতিবাদ করাই আক্রান্ত এক যুবক।
