পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর ঢোকার মুখেই ১০টি অবৈধ বালি ট্রাক আটক ও চারজন ট্রাক চালককে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত খেমাশুলি এলাকায় । ঝাড়খণ্ড রাজ্যের বহড়াগড়ায় সুবর্ণরেখা নদী থেকে অবৈধভাবে বালি তুলে ঝাড়গ্রাম জেলার উপর দিয়ে কলকাতা ও হলদিয়া পাচারের সময় ট্রাকগুলি পশ্চিম মেদিনীপুর জেলায় ঢোকার মুখেই খেমাশুলি এলাকায় পুলিশ এই ১০টি অবৈধ বালি বোঝাই ট্রাক আটক করে। এবং ৪ জন ট্রাক চালককে গ্রেফতার করে। ট্রাক চালকদের খেকে জানা যায়, ঝাড়গ্রাম জেলার জামবনি থানা, বেলেবেড়া থানা, ঝাড়গ্রাম থানা ও মানিকপাড়া থানার নজরে এই অবৈধ বালি পাচারের বিষয়টি ছিল। মুখ্যমন্ত্রী বারবার অবৈধ বালি পাচার বন্ধ করার কথা বলছেন। সেখানে কিভাবে সমস্ত থানা এলাকা পেরিয়ে অবৈধ বালি বোঝাই ট্রাক পাচার হচ্ছে তাই নিয়ে প্রশ্ন উঠেছে।
ঝাড়খন্ড রাজ্য থেকে শুয়রনরেখা নদীর বালি অবৈধভাবে হলদিয়া ও কলকাতায় বাজারের সময় আটক দশটি ট্রাক,গ্রেপ্তার চারচালক ।

Leave a Reply