মালদ, নিজস্বা সংবাদদাতা : মাঘ মাসের প্রথম রবিবার সূর্য পূজায় মাতলেন মহিলারা। মালদা জেলার বিভিন্ন প্রান্তে মাটির সূর্য প্রতিমা তৈরি করে পূজার আয়োজন করা হয়।কৃষ্ণপল্লী সিংপাড়া সহ বিভিন্ন এলাকায় মহিলা সমিতির উদ্যোগে সূর্য পূজার আয়োজন করা হয়।
মহিলারা নিজেই এই সূর্য দেবতার প্রতিমা বানিয়ে পূজা করেন।
শনিবার নিরামিষ খেয়ে রবিবার উপবাস থেকে এই পুজো করা হয়।
পরিবারের কল্যাণ কামনা করে নিয়মিত সঙ্গে পুজো করেন মহিলারা। পুজো শেষে বিসর্জন দেওয়া হয় সূর্য দেবতার প্রতিমা। ঢাক কাঁসর সহযোগে নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন করা হয়।
মাঘ মাসের প্রথম রবিবার সূর্য পূজায় মাতলেন মহিলারা।

Leave a Reply